লিংকরোড-উনছিপ্রাং ৫০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনb
বর্ষার আগে চলমান সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারের লিংকরোড হতে টেকনাফের উনচিপ্রাং পর্যন্ত সড়ক মজবুতকরণসহ প্রশস্তকরণ কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন৷
এডিবির অর্থায়নে ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া কক্সবাজার- টেকনাফ সড়ক মজবুতকরণ ও প্রসস্থ করণ প্রকল্পের আওতায় ৮০.৭৬ কিলোমিটারের লিংকরোড হতে সীমান্ত শহর টেকনাফের উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের উদ্বোধন করা হয়।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলর কার্যলয়ে আয়েজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম জোনের প্রধান অতিরিক্ত প্রকৌশলীআব্দুল ওয়াহিদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর মানমোহন প্রকাশ, জেলা প্রশাসক মামুনুর রশিদ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।