মা’র্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ঘরের বাইরে যাননি
। এর মধ্যে নিজের ইউটিউবের জন্য কয়েকটি কনটেন্ট তৈরি করলেও


৮ আগস্ট নতুন একটি ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন মিম। ১৭ আগস্ট থেকে শুটিং করতে চান পরিচালক। মিম পরিচালককে প্রস্তাব




দিয়েছিলেন অক্টোবর থেকে শুটিং করার। পরিচালক ১৭ আগস্ট থেকে শুটিং করার জন্য নাছোড়বান্দা হওয়ায় পারিশ্রমিক ২০ লাখ টাকা দাবি করেছেন ‘লাক্স তারকা’।বলেন, ‘করো’নার


মধ্যে শুটিং করা মানেই জীবনের ঝুঁ’কি। এই ঝুঁ’কি যদি নিতেই হয়, তাহলে পারিশ্রমিক তো বাড়বেই। আমি পরিচালকের নাম বলতে চাই না। তিনি এই সময়ের মেধাবী পরিচালকদের

একজন। হয়তো প্রযোজকের চাপ আছে বলেই তিনি এই দুঃসময়ে শুটিং করতে চাইছেন।’ মিম এর আগে ‘পদ্ম পাতার জল’ ছবির জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।